চট্টগ্রাম নগরীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩ নভেম্বর) হালিশহর থানার ফইল্যাতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়েছে।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
* ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টার: ৩ হাজার টাকা
* আবুল হোসেনের মাংসের দোকান: ২ হাজার টাকা
* ইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টার: ২ হাজার টাকা
* আজাদ পোল্ট্রি হাউস: ৬ হাজার টাকা
* গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারি: ৫ হাজার টাকা
* গাউসিয়া সুইটস: ৬০ হাজার টাকা
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।