রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামসাতকানিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ৩ আ.লীগ কর্মী গ্রেপ্তার

সাতকানিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ৩ আ.লীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তিন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদার্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এয়াজর পাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে মেহেদী হাসান, ছদু বলীর ছেলে সিফাত এবং ৫ নং ওয়ার্ডের কামার পাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ জাবেদ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও পড়ুন