চট্টগ্রামের হাটহাজারীতে শ্বশুরবাড়ির বসতঘর থেকে পায়েল মনি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বখতেয়ার মাঝির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত পায়েল মনি ওই বাড়ির গ্রাম পুলিশ আবুল কালামের ছেলে প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে পায়েল মনির সাথে প্রবাসী রুবেল হোসেনের বিয়ে হয়। পায়েল মনি ৮নং মেখল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মন্নর দোকান এলাকার ছুবুর মিস্ত্রীর মেয়ে। দেড়-দুই মাস আগে রুবেল হোসেন দুবাই যান।
রুবেল হোসেনের বাবা আবুল কালাম জানান, দুপুরে তিনি বাসায় এসে পুত্রবধূকে ফোনে কথা বলতে দেখেন। ফোনটি পরীক্ষা করে দেখা যায় অপর প্রান্তের ব্যক্তি অচেনা। মেয়েটি তার শ্বশুরকে এ বিষয়ে তার বাবাকে না জানানোর অনুরোধ করেন। কিন্তু আবুল কালাম বিষয়টি তার বেয়াই পারভেজ বাচাকে (পায়েলের বাবা) জানালে, তিনিও মেয়ের সাথে ফোনে কথা বলেন।
পায়েলের বাবা পারভেজ বাচা জানান, তার মেয়ের সাথে শ্বশুরবাড়ির কারো সাথে কোনো ঝামেলা ছিল না। তবে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন দাবি করে যে, পায়েল পরকীয়ায় লিপ্ত ছিল।
এই ঘটনায় হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য নঈম উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। মেখল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সৈয়দ মিয়া প্রকাশ সৈয়দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।