মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, গত ২৪ ঘন্টায় ৫২ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো চট্টগ্রামেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১১ নভেম্বর) ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ৪২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি নভেম্বর মাসে ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, “সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশু ও নারীদের আরও যত্নবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছে। এই রোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নগরের হাসপাতালগুলোতেও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।”

পাঠকপ্রিয়