মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বর্জ্য ব্যবস্থাপনায় গতি বাড়াতে চসিক নির্মাণ করবে নতুন এসটিএস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় গতি বাড়াতে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন বা এসটিএস নির্মাণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত জায়গায় এসব এসটিএস নির্মাণের জন্য শিগগিরই মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে।

চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র ড. শাহাদাত হোসেন।

তিনি জানান, “এসটিএস-এ ময়লা এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে দুর্গন্ধ বাইরে না যায়। বাসা-বাড়ি থেকে ময়লা এনে এসটিএস-এ রাখা হবে। এরপর এসটিএস থেকে মূল বর্জ্যাগারে নেওয়া হবে।”

“এসটিএস নির্মাণের জায়গা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে অনুমতির জন্য লেখা হবে,” তিনি যোগ করেন।

সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে— অভয়মিত্র ঘাটে কর্ণফুলী নদীর পাড় ঘিরে একটি পার্ক নির্মাণ, খালে ময়লা ফেলা রোধে গণসচেতনতা সৃষ্টি, শাহ আমানত ব্রিজ এলাকায় যানজট নিরসন এবং বিপ্লব উদ্যানের নাম অপরিবর্তিত রেখে সেখানে গ্রিন পার্ক নির্মাণ।

পাঠকপ্রিয়