মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে এবি পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণ

গণঅভ্যুত্থান ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিত না : মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

এবি পার্টির উদ্যোগে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী চারিয়া বোর্ড স্কুল চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন এফ.এম কনভেনশন হলে আজ শনিবার সকাল ১০টায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সভায় বলেন, “জুলাই-আগস্টে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আন্দোলনকারীদের ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিত না।”

তিনি আরও বলেন, “আপনাদের, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না। বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা আহত ও নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো।”

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব:) মোঃ দিদারুল আলম বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে এবি পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলন চলাকালে আমার আশেপাশে অনেকে গুলিবিদ্ধ হন। আমার পাশে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু গুলিবিদ্ধ হন।”

তিনি আরও বলেন, “এখন আমাদের সামনে মূল লক্ষ্য একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব:) হেলাল উদ্দিন বলেন, “আমরা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অনিরাপদ রাখবো না। ছাত্র জনতা, সেনাবাহিনী থাকতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট আমল ফিরে আসতে দেওয়া হবে না।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনায়েত উল্লাহ পাটোয়ারী বলেন, “অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”

গণঅভ্যুত্থান ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিত না : মজিবুর রহমান মঞ্জু

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, বিএনপি ফটিকছড়ি উপজেলার সভাপতি কর্ণেল (অব:) আজিমুল্লাহ বাহার, ছাত্র পক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, এবি পার্টির হাটহাজারী উপজেলার নেতা মোজাম্মেল হোসেন মঞ্জু, বোরহান উদ্দিন, ছাত্র নেতা আব্দুল কাদের, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহিদুল ইসলাম বাবুল, সহকারী সদস্য সচিব আব্দুর রহমান মনির, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাটহাজারী উপজেলার প্রতিনিধি ইয়াকুব ওয়াসিব, আর্কিটেক্ট তানভীর মাসুদ, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মালেক, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা সামিন রহমান, মোঃ সাইম, দিলদার, আব্দুল আলিম, মাইমুন নূর চৌধুরী, তামিম, সিনান, শহীদ ইউসুফের স্ত্রী, শহীদ জামালের স্ত্রী, মির্জাপুর রুপায়ন সংঘের সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া, কুলগাঁ সিটি কর্পোরেশন স্কুলের সিনিয়র শিক্ষক আবু রাহেল ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার কৃতিসন্তান লে. কর্ণেল (অব:) দিদারুল আলম এর পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক সাংবাদিক জিয়া চৌধুরী এবং মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

পাঠকপ্রিয়