মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রি, লোহাগাড়ায় প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বিস্ফোরক লাইসেন্স ছাড়া জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির দায়ে লোহাগাড়ায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিদার পাড়ায় ওসমান গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়।

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুহাম্মদ ইনামুল হাসান জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজ ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করছিল। বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয়