কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারী নজুমিয়াহাট–মদুনাঘাট–রাউজান গশ্চি ধরের টেক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রথম ধাপে দুই প্যাকেজে ১৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটির পাশে তিনটি বড় বাজার (নজুমিয়াহাট, নোয়াপাড়া ও নয়াহাট) থাকায় যানজট নিয়ন্ত্রণে প্রতিটি বাজার এলাকায় ২০০ মিটার সড়ক দ্বিগুণ করা হবে। রাউজান নোয়াপাড়া বাজার অংশে সড়কের উভয় পাশে ২০০ মিটার ব্যারিয়ার দেওয়া হবে।
প্রকৌশলী মোসলেহ উদ্দিন আরও জানান, কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারীর মদুনাঘাট হয়ে রাউজান–নোয়াপাড়া–গশ্চি ধরের টেক পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক দুটি প্যাকেজে বিদ্যমান সড়কটির উভয় পাশে ৫ ফুট করে ১০ ফুট প্রশস্ত করা হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারী মদুনাঘাটের আগ পর্যন্ত একটি প্যাকেজে ৫ কিলোমিটার এবং মদুনাঘাট থেকে রাউজান নোয়াপাড়া ধরের টেক পর্যন্ত আরেকটি প্যাকেজে সাড়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে।
কাপ্তাই–মদুনাঘাট সড়কের বিভিন্ন ড্রাইভারদের মতে, এই সড়কটি দিয়ে প্রতিদিন রাঙামাটির কাপ্তাই, রাঙ্গুনিয়া ও রাউজান থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ চট্টগ্রাম মহানগরীতে যাতায়াত করে। মাত্র ১৮ থেকে ২০ ফুট প্রশস্ত এই সড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সড়কটি প্রশস্ত করার ফলে যানজট অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা।