রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন নেতা চিন্ময়ের সমর্থকরা

চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন নেতা চিন্ময়ের সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীরা একজন আইনজীবীকে কুপিয়ে খুন করেছেন।

নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়। এরপর পুলিশ তাকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার চেষ্টা করলে তার অনুসারীরা বাধা দেয়। প্রায় তিন ঘন্টা ধরে প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় বিক্ষোভকারীরা আদালত এলাকার একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে আহতদের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সংঘর্ষে আহত ৬-৭ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও পড়ুন