রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামফটিকছড়িতে ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ...

ফটিকছড়িতে ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম তাবাসসুম। সে স্থানীয় বাসিন্দা আমান হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তাবাসসুম। পরদিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে পুলিশ ও স্থানীয়রা তাকে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে শুক্রবার সকালে পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে স্থানীয়দের কাছে খবর আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুমের মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও পড়ুন