বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রাম'অধিকার ও সমস্যা সমাধানের রাজনীতি চায় এবি পার্টি'

‘অধিকার ও সমস্যা সমাধানের রাজনীতি চায় এবি পার্টি’

নিজস্ব প্রতিবেদক

“অধিকার ও সমস্যা সমাধানের নতুন রাজনীতি এবং চট্টগ্রাম সিটিকে আমরা কেমন দেখতে চাই?” এই শিরোনামে এবি পার্টির এক মতবিনিময় সভায় বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে দলটির নেতারা নতুন রাজনীতির আহ্বান জানিয়েছেন।

কাজির দেউড়িস্থ এবি পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন দলটির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, “টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাফিয়াগিরি, সন্ত্রাস, দুর্নীতি, বংশীয় রাজনীতির বিপরীতে অধিকার এবং সমস্যা সমাধানের নতুন রাজনীতিই হবে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ধারা বহনকারী।”

ছিদ্দিকুর রহমান চট্টগ্রামের উন্নয়নের একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যানের অভাবের কথা তুলে ধরে বলেন, “একাত্তরের পর তেপান্ন বছরেও চট্টগ্রামকে একটি পরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করা হয়নি।”

তিনি কর্ণফুলী নদীর দূষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অপরিষ্কার এবং শহরের সমস্ত বর্জ্য এই নদীতে গিয়ে পড়ার কারণে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে।”

এছাড়াও তিনি পাহাড় কাটা বন্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সিটি গভর্নমেন্ট ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম মহানগরকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন।

এই মতবিনিময় সভায় এবি পার্টি ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সংগঠক এম এম আবুল কাশেম সভাপতিত্ব করেন। সভায় এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় পঞ্চাশ জন যুব ও শ্রমিক নেতা এবি পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ আজগর, সাইফুল ইসলাম, ফরিদ হোসাইন, নূর আনোয়ার, মনিরুল ইসলাম, হাফেজ আবু হানিফ নোমান, জসিম, চট্টগ্রাম মহানগর ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, বোরহান উদ্দিন, যুবনেতা জাবেদ, আমিনুল ইসলাম আলো, নাছির উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও পড়ুন