বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রচ্ছদচট্টগ্রামলটারিতে বদলি চট্টগ্রামের ১০৩ রাজস্ব কর্মকর্তা

লটারিতে বদলি চট্টগ্রামের ১০৩ রাজস্ব কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত ১০৩ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। জেলা প্রশাসনের ইতিহাসে এটিই প্রথম।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বদলি পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, “আমরা পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করেছি। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই বদলি পদায়ন করা হলো। আশা করছি পদায়িত কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, “চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে তিন বছরের বেশি সময় ধরে কর্মকাল অতিক্রম হয়েছে এমন ১০৩ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। এটি চট্টগ্রাম জেলা প্রশাসনে একটি অনন্য নজির হয়ে থাকবে। জেলা প্রশাসনের ইতিহাসে এর আগে এমনটি ঘটেনি। আমাদের জেলা প্রশাসক ফরিদা খানম ইতিবাচক এ দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

এই বিভাগের আরও পড়ুন