চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডের পাঁচলাইশ এলাকায় সৌন্দর্যবর্ধনের নামে পুনরায় দোকান নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ‘গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারিং’-এর সাথে যে চুক্তি করেছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল।
কিন্তু বছর না ঘুরতেই একই জায়গায় আবারো দোকান নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন করে গড়ে উঠেছে ‘ফ্রেশ ফুড এন্ড রেস্টুরেন্ট’ ও ‘শ্রেষ্ঠা মেডিসিন কর্ণার’।
চুক্তির আওতায় চসিক ‘গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারিং’ থেকে ভাড়াও আদায় করছে। চলতি মাসেও ১৪ হাজার ২৫ টাকা ভাড়া পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। ফলে উচ্ছেদ করার পরও ভাড়া নিয়ে চসিক দোকানগুলোর বৈধতা দিচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, আবারও উচ্ছেদ করা হবে এবং পুনরায় স্থাপনা নির্মাণ রোধে সেখানে সবুজায়ন করা হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দোকানগুলো ভেঙে দেওয়া হবে। যারা দোকান নির্মাণ করেছে তাদের জিনিসপত্র সরিয়ে নেয়ার জন্য কয়েকদিন সময় দেওয়া হবে। অন্যথায় ভেঙে দেওয়া হবে। তিনি আরও বলেন, সেখানে মিনি পার্ক ও বাগান করা হবে।
এদিকে, ‘গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারিং’ সূত্রে জানা গেছে, চসিকের উচ্ছেদ ‘আইনবহির্ভূত’ দাবি করে উচ্চ আদালতে রিট করেছেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী। আদালত উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি দাবি করেন, তারা চুক্তি নবায়নের জন্য আবেদন করেছিল, কিন্তু চসিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।
চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ‘গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারিং’-এর সাথে চুক্তি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করেন, সৌন্দর্যবর্ধনের নামে কেবল বাণিজ্যিক কার্যক্রম চলছে। চসিকের উচিত প্রকৃত অর্থে সৌন্দর্যবর্ধন করে জায়গাটিকে নান্দনিক ও দৃষ্টিনন্দন করা।