মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বাঁশখালীতে অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জায়গায় বাঁধ নির্মাণের অভিযোগ, উত্তেজনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়ায় সরকারি খাস জায়গা বহাল রেখে অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জায়গায় বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিকার চেয়ে স্থানীয় মৃত আলী আহমদের পুত্র শামসুর রহমান পাউবোর দায়িত্বরত এসও গোলাম কাদেরের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়ে কার্যক্রম স্থগিত করার আবেদন জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ভাঙন থেকে প্রেমাশিয়া এলাকাকে রক্ষা করতে প্রায় দুই কোটি টাকার একটি বাঁধ নির্মাণ প্রকল্প সম্প্রতি অনুমোদন দিয়েছে পাউবো। বাঁধটি সাঙ্গু নদীর তীর ঘেঁষে সরকারি খাস জায়গায় সোজা হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রভাবশালী মহলের মাছের প্রজেক্ট রক্ষা করতে এটি বাঁকা করে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এই বাঁধের কারণে স্থানীয় আবুল কালাম, আবদু ছত্তার, আবদুল হাকিম, গিয়াস উদ্দীন, আবু নাছের, আলমগীর সহ অনেকের দশ কানি জমি ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সাদেক আলী সিকদার জামে মসজিদের সভাপতি জোবাইদুল হাসান অভিযোগ করে বলেন, ‘মসজিদের আড়াই কানি জায়গাসহ মোট দশ কানি ব্যক্তি মালিকানাধীন জায়গা এই বাঁধ নির্মাণের মাধ্যমে পরিত্যক্ত করে ফেলা হচ্ছে।’

এ বিষয়ে পাউবোর দায়িত্বরত গোলাম কাদের বলেন, ‘জায়গাটি দেখতে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। পরিদর্শন শেষে তিনি যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, সাবেক এমপির অনুরোধে এ প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে এবং সঠিক জায়গায় বাঁধ নির্মাণ করা হবে।

পাঠকপ্রিয়