বৃহত্তর চট্টগ্রামে ২১৮ মেগাওয়াটের ৬টি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে শুরু হয়েছে দরপত্র আহ্বানের কার্যক্রম।
বিপিডিবির প্রাইভেট জেনারেশন বিভাগের একজন প্রকৌশলী জানান, ইতোমধ্যে ১২টি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
বৃহত্তর চট্টগ্রামে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৬টি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে হাটহাজারীতে ১৮ মেগাওয়াট, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট, চন্দ্রঘোনায় ২৫ মেগাওয়াট এবং উখিয়ায় ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও, কক্সবাজার এবং চকরিয়ায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
যেসব কোম্পানি সর্বনিম্ন দর প্রস্তাব করবে এবং সর্বনিম্ন দামে বিদ্যুৎ দিতে পারবে সেসব প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে।
বিপিডিবি সূত্রে জানা গেছে, এর আগে প্রতি ইউনিট সৌর বিদ্যুৎকেন্দ্রের দাম দেওয়া হতো ১৬ থেকে ১৮ সেন্ট। তবে সম্প্রতি যেসব কেন্দ্র নির্মাণ করা হয়েছে সেখানে দাম দেওয়া হয়েছে ১০ থেকে সাড়ে ১০ সেন্ট।
বিপিডিবির পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “সৌর বিদ্যুৎকেন্দ্রগুলো প্রাইভেট সেক্টরে নির্মাণ করা হচ্ছে। প্রাইভেট কোম্পানিগুলো সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর বিপিডিবি তাদের কাছ থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে।”
তিনি জানান, চট্টগ্রামসহ সারা দেশে ৪০টি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে শুরু হয়েছে দরপত্র আহ্বান কার্যক্রম। সব মিলিয়ে ২০২৫ সালটি বিদ্যুৎ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।