সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদজাতীয়সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচার, নতুন অধ্যায়ের সূচনা

সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচার, নতুন অধ্যায়ের সূচনা

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কাগজমুক্ত (পেপার ফ্রি) বিচারিক কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি রবিবার থেকে হাইকোর্টের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে এই কার্যক্রম শুরু হবে।

প্রাথমিকভাবে ২ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরুর কথা থাকলেও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সকল কাগজপত্র অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করে এই কাগজমুক্ত বিচারিক কার্যক্রম শুরু করা হচ্ছে। এটি বিচার বিভাগের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগকে যুগোপযোগী করার লক্ষ্যে এবং জনগণের হয়রানি লাঘব করতে একটি সংস্কার রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপের আলোকে ইতোমধ্যে বিভিন্ন অগ্রগতি সাধিত হয়েছে, যা আইনজীবী সমাজ এবং জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

প্রধান বিচারপতির পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে ধাপে ধাপে সুপ্রিম কোর্টের অন্যান্য বেঞ্চ এবং দীর্ঘমেয়াদে দেশের সকল জেলা আদালতেও কাগজমুক্ত বিচার ব্যবস্থা চালু করা হবে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ আনয়নের লক্ষ্যে এই সংস্কার রোডম্যাপ ঘোষণা করেন। এর অংশ হিসেবে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, বিচারক নিয়োগে স্বাধীন কাউন্সিল গঠন এবং বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

এছাড়াও, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে প্রধান বিচারপতি বদ্ধপরিকর।

এই বিভাগের আরও পড়ুন