চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক প্রকল্পের ভাগ্য অবশেষে ফিরতে যাচ্ছে। দীর্ঘ ৩০ বছর ধরে পানির অভাবে ঝুলে থাকা এই প্রকল্পের ৫১৯ টি প্লটে পানি সরবরাহের বিষয়ে আজ (মঙ্গলবার) সিডিএ ও ওয়াসার মধ্যে একটি অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
১৯৯৪ সালে নগরীর উপর চাপ কমানোর লক্ষ্যে সিডিএ কর্ণফুলী নদীর বাম তীরে মইজ্জ্যারটেকে ৫১.৬৭ একর জায়গার উপর এই আবাসিক প্রকল্পটি গ্রহণ করে। সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ৫১৯ টি প্লট বরাদ্দ দেওয়া হলেও, সুপেয় পানির অভাবে একটি প্লটও গত ৩০ বছরে বাসযোগ্য হয়ে ওঠেনি।
ওয়াসার ভান্ডালজুরি প্রকল্প থেকে ঐ এলাকায় পানি সরবরাহ করা হলেও, পাইপ লাইন নির্মাণের জন্য ১০ কোটি টাকা খরচের জটিলতায় প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আজ অনুষ্ঠাতব্য সিডিএ’র বোর্ড সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে পানি সরবরাহের ব্যাপারে একটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
সিডিএ’র নথিপত্র অনুযায়ী, কর্ণফুলী আবাসিক এলাকায় নালা–নর্দমা, রাস্তাঘাট, খেলার মাঠ, কবরস্থান, মার্কেট, নিরাপত্তা বেষ্টনী, বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার সুপেয় পানিসহ সকল সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সিডিএ সকল অবকাঠামো নির্মাণ করলেও, পানির সংস্থান করতে না পারায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।
পরবর্তীতে জানা যায়, ঐ এলাকায় সুপেয় পানির কোন উৎস নেই। এমন কি, হাজার ফুট গভীর নলকূপ খনন করেও লবণাক্ত পানি পাওয়া যায়। ফলে ৫১৯ টি প্লটের একটিতেও কোন বাড়িঘর নির্মাণ করা সম্ভব হয়নি।
প্লট বরাদ্দ গ্রহীতারা একটি সমিতি গঠন করে দীর্ঘদিন ধরে ওয়াসার কাছে পানি সরবরাহের জন্য আবেদন জানিয়ে আসলেও, কোন সুরাহা হয়নি। দীর্ঘ ৩০ বছর ধরে প্লট গ্রহীতারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অনেকে প্লটের জায়গা দেখতেও যেতে পারেননি। প্লটগুলো জঙ্গলে পরিণত হয়ে সাপের আবাসস্থলে পরিণত হয়েছে।
সিডিএ’র বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম দায়িত্ব গ্রহণের পর, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে কর্ণফুলী আবাসিক এলাকায় পানি সরবরাহের অনুরোধ জানান। ওয়াসা ১০ কোটি টাকা খরচের প্রস্তাব দিলেও, সিডিএ’র পক্ষে এই অর্থ জোগান দেওয়া কঠিন।
তবে, সিডিএ’র চেয়ারম্যান গতকাল (সোমবার) জানান, ওয়াসার এমডি, যিনি সিডিএ বোর্ডেরও সদস্য, আজকের (মঙ্গলবার) বোর্ড সভায় উপস্থিত থাকবেন। সভায় এই বিষয়ে আলোচনা করে ১০ কোটি টাকার বিষয়টি পুর্নবিবেচনা করার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।
কর্ণফুলী আবাসিক প্লট মালিক সমিতির সহ–সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, সিডিএ এবং ওয়াসা যৌথভাবে সিদ্ধান্ত নিলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
তিনি আশা প্রকাশ করেন, আজকের (মঙ্গলবার) বোর্ড সভার মাধ্যমে এই বিষয়ে একটি ইতিবাচক সমাধান আসবে।