মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

আবাসিক সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না ভান্ডালজুড়ি পানি শোধনাগার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ হলেও আবাসিক সংযোগের অভাবে উৎপাদন শুরু করা যাচ্ছে না। গত অক্টোবর-নভেম্বরে প্রকল্পের ট্রায়াল রান শেষ হলেও এখনো পর্যন্ত পানি সরবরাহ শুরু করা যায়নি।

ওয়াসা সূত্রে জানা গেছে, এই প্রকল্প থেকে দৈনিক ৬ কোটি লিটার পানি উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় ১২শ আবাসিক গ্রাহককে সংযোগ দেওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত আবাসিক সংযোগের কাজ শেষ হয়নি।

অন্যদিকে, বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে। প্রকল্পের শুরুতে ১৩টি বাণিজ্যিক সংযোগের সিদ্ধান্ত নেওয়া হলেও এখন পর্যন্ত শুধুমাত্র চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) এবং ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট কারখানা) ছাড়া অন্য কোনো শিল্প কারখানা সংযোগ নিতে আগ্রহ দেখায়নি।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ারা পাশা জানান, আবাসিক সংযোগের কাজ শেষ হলেই উৎপাদন শুরু হবে। তবে গ্রাহকদের সংযোগ দিতে আরও কিছুটা সময় লাগবে।

প্রকল্প পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম জানান, শিল্প প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হলেও তারা সাড়া দেননি।

ওয়াসা সূত্রে আরও জানা গেছে, এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে তিন হাজার আবাসিক গ্রাহককে সংযোগ দেওয়া হবে। এখন পর্যন্ত ১২০০ গ্রাহক আবেদন করেছেন এবং তাদের মধ্যে কিছু গ্রাহকের সংযোগের কাজ শেষ হয়েছে। বাকিদের সংযোগের কাজ চলছে।

আবাসিক সংযোগের অভাবে ভান্ডালজুড়ি পানি শোধনাগার চালু হতে বিলম্ব হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সংযোগের কাজ শেষ করে পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয়