মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে এবি পার্টির পুষ্পার্ঘ্য, ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চট্টগ্রাম মহানগর শাখা। রাত ১২টার পর এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে ‘এবি পার্টির অঙ্গীকার/রাষ্ট্র হবে জনতার’, ‘আমার স্বপ্ন আমার দেশ/এবি পার্টির বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল শহীদ মিনার প্রাঙ্গণ। কে সি দে রোড চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে আরও নেতৃত্ব দেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল এবং এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক হায়দার আলী চৌধুরী, যুবনেতা মোহাম্মদ জাবেদ, বাকলিয়া থানা সহ-সমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টির নেতা এস এম কাশেম, ব্যবসায়ী নেতা রেজাউল করিম, নাছির উদ্দিন, জোনায়েদ আল হাবিব, লিমন রেশমী বড়ুয়া, সবুজ কর্মকার, সাইফুল ইসলাম, বিধান কান্তি দাস প্রমুখ।

সমৃদ্ধ, শক্তিশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশ গঠনের লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবি পার্টি একুশের এই কর্মসূচি পালন করে।

পাঠকপ্রিয়