মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো পরিবর্তন: নৌকা প্রতীকের স্থলে শাপলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) লোগো পরিবর্তন করা হয়েছে। এতদিন লোগোতে থাকা নৌকা প্রতীক সরিয়ে সেখানে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চসিকের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন লোগোটি প্রকাশ করা হয়।

চসিকের পুরনো লোগোতে পাহাড়, নদী, নৌকা এবং সড়কবাতি ছিল। নতুন লোগোতে নৌকা প্রতীক ছাড়া বাকি সব উপাদান অপরিবর্তিত রাখা হয়েছে।

লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, কর্পোরেশনের লোগোতে নৌকা প্রতীক ছিল, যা একটি রাজনৈতিক দলেরও প্রতীক। তাই তিনি দায়িত্ব নেওয়ার পর লোগোটিকে সার্বজনীন করতে নৌকা প্রতীকের পরিবর্তে জাতীয় ফুল শাপলা ব্যবহারের নির্দেশনা দেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষে এটি কার্যকর করা হয়েছে। মন্ত্রণালয়কেও এই পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে।

এদিকে, চসিকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লোগোটি অনেক পুরনো। লোগোতে থাকা প্রতীকটি নৌকা মনে হলেও সেটি আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানের প্রতীক। তবে, ভালোভাবে লক্ষ্য না করলে নৌকা এবং সাম্পানের মধ্যে পার্থক্য করা কঠিন। যেহেতু নৌকা আওয়ামী লীগের দলীয় প্রতীক, তাই মেয়র এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ডা. শাহাদাত হোসেন, যিনি নগর বিএনপির সাবেক আহ্বায়ক, ২০২১ সালের ১ অক্টোবর আদালতের রায়ের মাধ্যমে চসিকের মেয়র ঘোষিত হন। একই বছরের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর দায়িত্ব বুঝে নেন।

পাঠকপ্রিয়