মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ দফা সিদ্ধান্ত: চলবে ডেভিল হান্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলো – পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘ডেভিল হান্ট’ অভিযান।

রাজধানী ঢাকার আশপাশের এলাকা যেমন- টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এমনকি, ঢাকার অলিগলিতে টহল দেওয়ার সুবিধার্থে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগে’র প্রশিক্ষণ চলমান রয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করছেন। এছাড়াও, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল।

সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে চলছে যৌথ অভিযান। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধপ্রবণ স্থানে যৌথ অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মিথ্যা গুজব ও প্রোপাগান্ডা রোধে সত্য তথ্য প্রচারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোর ও গভীর রাতে ঝটিকা সফরে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন করছেন। প্রতিটি আইনশৃঙ্খলা-সংক্রান্ত ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

পাঠকপ্রিয়