ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলো – পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘ডেভিল হান্ট’ অভিযান।
রাজধানী ঢাকার আশপাশের এলাকা যেমন- টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এমনকি, ঢাকার অলিগলিতে টহল দেওয়ার সুবিধার্থে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগে’র প্রশিক্ষণ চলমান রয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করছেন। এছাড়াও, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল।
সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে চলছে যৌথ অভিযান। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধপ্রবণ স্থানে যৌথ অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। থানাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মিথ্যা গুজব ও প্রোপাগান্ডা রোধে সত্য তথ্য প্রচারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোর ও গভীর রাতে ঝটিকা সফরে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন করছেন। প্রতিটি আইনশৃঙ্খলা-সংক্রান্ত ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।