সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

অর্থপাচার কমায় ব্যাংকে বাড়ছে কোটি টাকার হিসাব?

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতে কোটিপতিদের হিসাব সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি। শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) এই সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি।

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে অর্থপাচার কমেছে, আর এ কারণেই ব্যাংকে টাকা জমা পড়ছে। ফলে ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি, এবং এসব হিসাবে জমা ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসে ব্যাংক খাতে হিসাব সংখ্যা বেড়েছে ১২ লাখ ১৯ হাজার ২৭৭টি এবং আমানতের পরিমাণ বেড়েছে ৪৫ হাজার ৬২৮ কোটি টাকা।

অন্যদিকে, ২০২২ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি। তিন মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বর প্রান্তিকে এই সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি। সুতরাং, তিন মাসে কোটি টাকার বেশি হিসাব সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি। এর আগে, ২০২২ সালের জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত ছিল ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, গত বছরের শেষদিকে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে ছিল। ঐ সময় এক শ্রেণির ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করে। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থপাচার রোধে কঠোর অবস্থান নেয়। ফলে দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা অর্থ পাচার করতে না পেরে বিভিন্ন উপায়ে ব্যাংকে টাকা জমা করছে। এছাড়া, জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের পর ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু ব্যাংকের প্রকৃত অবস্থা প্রকাশ পায়,, যার ফলে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে পড়ে এবং ব্যাংক থেকে টাকা তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গ্রাহকরা আবার ব্যাংকে টাকা জমা করছেন। ফলে সার্বিকভাবে আমানত বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও অনেক প্রতিষ্ঠান রয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে, এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাব থাকতে পারে। এছাড়াও, অনেক সরকারি সংস্থারও কোটি টাকার হিসাব রয়েছে।

পাঠকপ্রিয়