ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের শুরুতেই এই রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে, যা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৭৯ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই অঙ্কটি গত বছরের জানুয়ারি মাসের তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি প্রায় অর্ধেক বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বৃদ্ধি পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছিল। তবে, নতুন বছরে এসে রপ্তানির এই ঊর্ধ্বগতি বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
অটেক্সার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে মোট ৭২০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৯ শতাংশ বেশি। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের বাজারে চীন, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মেক্সিকো, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর পোশাক রপ্তানিও বেড়েছে।
তবে, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির পেছনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু নীতির প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীন থেকে পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা চীন থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের মতো দেশগুলো থেকে পোশাক আমদানিতে বেশি আগ্রহী হচ্ছেন।
চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে বাংলাদেশ বিশ্বব্যাপী মোট ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি। এই সময়ে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে ১০ দশমিক ২২ শতাংশ এবং নিটওয়্যার পণ্যের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ০১ শতাংশ।
বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বৃদ্ধিকে বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, নানা প্রতিকূলতার মধ্যেও দেশের পোশাক খাতের উদ্যোক্তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এই ধারা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে আরও বেশি সহযোগিতার প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতি ও পোশাক শিল্পের জন্য সুসংবাদ বয়ে এনেছে।