মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

দেশের বিমানবন্দর সুরক্ষায় আসছে বিশেষ বাহিনী ‘বিএএসএফ’

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা জোরদারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। ‘বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ)’ নামে এই বাহিনীতে বিমান, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার ১০,৬৩২ জন চৌকষ সদস্য থাকবেন। তিন ধাপে এই বাহিনী গঠনে খরচ হবে ৩৯৭ কোটি টাকা।

বেবিচক সূত্র জানায়, আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলার পাশাপাশি এভিয়েশন শিল্পের বিকাশের জন্য বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা বিমানবন্দরের টার্মিনালের নিরাপত্তা নিয়ন্ত্রণে কাজ করলেও, সীমানা প্রাচীর, রানওয়ে, অ্যাপ্রোন এবং সংলগ্ন সংবেদনশীল এলাকার নিরাপত্তায় তাঁরা পুরোপুরি সফল নন। তাই, বেবিচকের তত্ত্বাবধানে একটি নিজস্ব সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে।

বেবিচকের নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এই বাহিনী বিমানবন্দরের সীমানা প্রাচীর ও রানওয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশি-বিদেশি এয়ারলাইন্স, পর্যটক, জনশক্তি রপ্তানি এবং বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে। এই বাহিনী এভিয়েশন সিকিউরিটির সাথে সমন্বয় রেখে কাজ করবে।

বিশ্বের অন্যান্য দেশের সিভিল এভিয়েশনের নিজস্ব বাহিনীর আদলে এই ফোর্স গঠনের চেষ্টা চলছিল। এখন এই উদ্যোগটি বাস্তবায়নের পথে। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অভ্যন্তরীণ বিমানবন্দরে এই বাহিনী কাজ করবে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের তত্ত্বাবধানে থাকবে এই অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) কর্তৃক সার্টিফাইড এই বাহিনী বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এক্সেস পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবে।

বিএএসএফ-এর জনবলের ৭০ শতাংশই বিমানবাহিনী থেকে নেওয়া হবে। এর নেতৃত্বে থাকবেন এয়ার ভাইস মার্শাল বা এয়ার কমোডর পদমর্যাদার একজন মহাপরিচালক। এছাড়া, চারজন অতিরিক্ত মহাপরিচালক (এয়ার কমোডর বা গ্রুপ ক্যাপ্টেন) এবং তিনজন পরিচালক (উইং কমান্ডার) থাকবেন।

শাহজালাল বিমানবন্দরে ৫,১৬৭ জন, ওসমানী, শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরে ৯৫৯ জন করে মোট ২,৮৭৭ জন এবং যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুরের অভ্যন্তরীণ চারটি বিমানবন্দরে ৫৬০ জন করে মোট ২,২৪০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তিন ধাপে জনবল নিয়োগ করা হবে। প্রথম ধাপে ৩,৮৯৪ জন, দ্বিতীয় ধাপে ৩,৪০৭ জন এবং তৃতীয় ধাপে ৩,৩৩১ জন নিয়োগ পাবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অপরাধের ধরন বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থাও আধুনিক করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বিএএসএফ যাত্রা শুরু করবে।”

পাঠকপ্রিয়