সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

সাতকানিয়ায় উদ্বোধনের আগেই বেহাল খাগরিয়া ভোরবাজার সড়ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ভোরবাজার সড়কটি উদ্বোধনের আগেই বেহাল দশায় পরিণত হয়েছে। ৩ কিলোমিটার সড়কজুড়ে প্রায় শতাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করছে বৃষ্টির কারণে এমনটি হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাওয়াককুল এন্টারপ্রাইজ ২০২৩ সালের অক্টোবরে সড়কটির সংস্কার কাজ শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, চিবাতল এলাকা থেকে ভোর বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে অনেক গর্ত তৈরি হয়েছে। ফলে সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই সড়কটির এমন অবস্থা। তিনি দ্রুত সড়কটি মেরামত ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অটোরিকশাচালক আলী আজগর জানান, সড়কটি সংস্কারের ৩ মাস পূর্ণ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদ ইউনুচ মনে করেন, বৃষ্টির মধ্যে কাজ ও বিটুমিনের পরিমাণ কম ব্যবহারের কারণে সড়কটি দ্রুত বেহাল হয়ে পড়েছে।

ঠিকাদার মো. হাসান বলেন, বৃষ্টির কারণে খাগরিয়া ভোরবাজার সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এলজিইডি কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।

এলজিইডির সার্ভেয়ার আবুল কালাম আজাদ জানান, মেশিনে অতিরিক্ত তাপ দেওয়ায় খাগরিয়া ভোরবাজার সড়ক সংস্কারে ব্যবহৃত উপকরণের মান নষ্ট হয়েছে।

এলজিইডির কর্মকর্তা সবুজ কুমার দে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কটি মেরামত করে দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ৭৩ লাখ টাকা বিল এলজিইডি কর্তৃপক্ষের কাছে বকেয়া আছে।

পাঠকপ্রিয়