দাবা বিশ্বে এক অভূতপূর্ব ঘটনা! বাংলাদেশের ৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ অনলাইনে হারিয়ে দিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে!
চেস ডট কমে আয়োজিত ‘বুলেট’ ফরম্যাটের এই দ্রুতলয়ের খেলায় কার্লসেনের বিপক্ষে জয় পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই ক্ষুদে প্রতিভা। মাত্র এক মিনিট সময় বরাদ্দ থাকা এই ফরম্যাটে দ্রুত চাল চালিয়ে মুগ্ধ কার্লসেনের রেটিং ১৬ পয়েন্ট কমিয়ে দিয়েছে।
ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ। চেস ডট কমে তার নিজস্ব অ্যাকাউন্ট না থাকায় সে তার কোচ নাঈম হকের অ্যাকাউন্ট থেকে খেলেছিল।
মুগ্ধের কোচ নাঈম হক জানান, “মুগ্ধ আমাকে জানালে যে সে কার্লসেনকে হারিয়েছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। পরে খেলার স্ক্রিনশট ও রিপ্লে দেখে বুঝতে পারি যে সে সত্যিই কার্লসেনকে হারিয়েছে।”
অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন মুগ্ধ গত বছর ডিসেম্বরে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
কার্লসেন এই হার নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ধারণা করছেন, তাড়াহুড়ো করে খেলতে গিয়ে মাউস ফস্কে যাওয়ায় ভুল চাল দিয়েছিলেন কার্লসেন।
যে কারণেই হোক, কার্লসেনকে হারিয়ে মুগ্ধ এখন দাবা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই জয় তার ভবিষ্যৎ সাফল্যের পথ উন্মুক্ত করবে বলে আশা করা যায়।