ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) রবিবার এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে। এইচটিএস-এর দাবি, জালিম শাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত।
এইচটিএস-এর এই ঘোষণার মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ দুই যুগের আসাদ শাসনের অবসান ঘটল। এইচটিএস-এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে এই অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বাশার আল আসাদের পতনের পর জোলানিকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিদ্রোহী নেতার অতীত-বর্তমান নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
জানা গেছে, আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল শারা। ১৯৮২ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে।
২০০৩ সালে ইরাকে আল কায়েদায় যোগ দেন জোলানি। ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি। ২০০৬ সালে মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার হয়ে পাঁচ বছর কারাভোগ করেন জোলানি।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জোলানি মুক্তি পান এবং আল কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্ট গঠন করেন। পরবর্তীতে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে এইচটিএস গঠন করেন তিনি।
এইচটিএস-এর ঘোষিত লক্ষ্য ছিল সিরিয়াকে আসাদের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করা এবং ইরানের প্রভাবমুক্ত করা। এইচটিএস নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামি আইনে সিরিয়া শাসন করতে চায়।
পর্যবেক্ষকদের মতে, বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচটিএস এবং এর প্রধান জোলানি।