শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদচট্টগ্রামকালুরঘাটে আইটি ট্রেনিং সেন্টার: বিদ্যুৎ সংযোগেই আটকে আছে কার্যক্রম

কালুরঘাটে আইটি ট্রেনিং সেন্টার: বিদ্যুৎ সংযোগেই আটকে আছে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কালুরঘাটে নির্মিত ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ এর কার্যক্রম শুরু হতে পারছে না বিদ্যুৎ সংযোগের অভাবে। অথচ ২০২০ সালের ২৮ নভেম্বর কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।

জানা গেছে, সেন্টারটির অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সাব-স্টেশনের মালামাল বিদেশ থেকে আনতে হবে, যা সময়সাপেক্ষ।

প্রকল্প পরিচালক মো. হুমায়ন কবীর জানান, “বিদ্যুৎ সংযোগের জন্যই কার্যক্রম আটকে আছে। সাব-স্টেশনের কাজ চলছিল। কিন্তু এক মাস আগে চুরির ঘটনায় মালামাল নিয়ে যাওয়ায় সেগুলো আবার বিদেশ থেকে আনতে হচ্ছে।” তিনি আরও জানান, “অন্যান্য অবকাঠামোর কাজ শেষ। লিফটের কাজ চলমান আছে। আগামী জুন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগসহ সব কাজ শেষ হবে।”

উল্লেখ্য, ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সেন্টারটির নাম ছিল ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’। গত ২৮ আগস্ট বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের এ ধরনের সেন্টারের নাম থেকে ‘শেখ কামাল’ বাদ দেওয়া হয়।

২০১৭ সালে একনেক ৫২২ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ স্থাপন প্রকল্প অনুমোদন করে। এর আওতায় চট্টগ্রামসহ ৮টি জেলায় আইটি পার্ক নির্মাণের কথা ছিল।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ দশমিক ৮৩ একর জায়গায় এই আইটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৬ তলা ভবন, কেন্টিন, সাব-স্টেশন, লিফট, কম্পিউটার ও আসবাবপত্র ক্রয়, জেনারেটর, ফাইবার অপটিক কানেক্টিভিটি ও এসি কেনার কথা রয়েছে।

চসিক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী, হাইটেক পার্ক নির্মাণে সম্পূর্ণ অর্থ ব্যয় করবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। লভ্যাংশ দুই প্রতিষ্ঠান ৫০ শতাংশ করে পাবে।

প্রকল্প পরিচালক আরও জানান, প্রশিক্ষণ প্রদানের জন্য কিছু কোম্পানির সাথে কথা হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেলেই কার্যক্রম শুরু করা যাবে।

এই বিভাগের আরও পড়ুন