শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ধাপে ধাপে পৌঁছাচ্ছে পাঠ্যবই, ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে...

চট্টগ্রামে ধাপে ধাপে পৌঁছাচ্ছে পাঠ্যবই, ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছানোর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

সংকটের মধ্যেও চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে পৌঁছাতে শুরু করেছে নতুন পাঠ্যবই। প্রাথমিকের ৫০ শতাংশের বেশি বই এসে পৌঁছেছে, যার অধিকাংশই ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। মাধ্যমিক স্তরের ২৫ লাখের বেশি বই চট্টগ্রামের উপজেলাগুলোতে পৌঁছেছে। এছাড়া এবতেদায়ি এবং দাখিল পর্যায়ের অধিকাংশ বই চলে এসেছে।

প্রাথমিকের বাকি বই ২০ তারিখের মধ্যে এবং মাধ্যমিকের বাকি বই জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সব বই শিক্ষার্থীদের হাতে পেতে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঠ্যবই পাবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠ্যবইয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ২০১০ সালের পর বেশিরভাগ সময় সব বই পুরোপুরি বিতরণ হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাস পর্যন্ত সময় লেগেছে। ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ এবং ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনও সম্পূর্ণভাবে বিতরণ সম্ভব হয়নি। জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর কাছে শতভাগ বই পৌঁছে দেওয়া হবে। বইয়ের মান উন্নয়নের জন্য পরিমার্জনের কাজ করতে গিয়ে কিছুটা সময় লেগেছে বলে জানান তিনি।

এবার চট্টগ্রামে প্রাথমিকে ৮ লাখ ৪৫ হাজার ২৫৮ জন শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের চাহিদা রয়েছে ৪০ লাখ ৬৬ হাজার ১৯৪টি। চট্টগ্রামে মাধ্যমিক, এবতেদায়ি মিলে ১৬ লাখ ৮৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের চাহিদা রয়েছে ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৯৩টি।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানান, প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শুধু মৌলিক বইগুলো পেয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো বই পায়নি। আশা করা হচ্ছে, ২০ জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা জানান, চাহিদার বিপরীতে ২৫ লাখের বেশি বই চট্টগ্রামে এসে পৌঁছেছে। নবম-দশমের মানবিক ও ব্যবসায় শিক্ষার কিছু বই এসেছে। অন্য শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই এসেছে। ইংরেজি মাধ্যমের কোনো বই এখনো আসেনি। এছাড়া এবতেদায়ি ও দাখিলের অনেক বই এসেছে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, কোনো স্কুলে চাহিদার অর্ধেক আবার কোনো স্কুলে চাহিদার ২০ শতাংশ বই এসেছে। যে পরিমাণ বই এসেছে সেগুলো দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও পড়ুন